Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

গণপূর্ত অধিদপ্তর নিম্নেবর্ণিত সেবা প্রদান করে থাকেঃ

 

(ক)   সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ ভবন নির্মাণ কাজ।

(খ)   অধিকাংশ সরকারী  অফিস ও প্রতিষ্ঠান সমূহের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ।

(গ)   অধিকাংশ সরকারী আবাসিক ভবনসমূহ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ।

(ঘ)   বিভিন্ন স্মৃতিসৌধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজ।

(ঙ)   সরকারী পার্ক ও উদ্যানসমূহ রক্ষণাবেক্ষণ কাজ

 

 

দৈনন্দিন মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ়ে সেবা প্রদানের ধাপসমূহ নিন্মরুপঃ-

 

*প্রত্যাশী সংস্থা কতৃক সাইডের যে কোন সমস্যা লিখিতভাবে/মৌখিক টেলিফোনে নির্বাহী প্রকৌশলী মহোদয়কে অবহিতকরণ।

*নির্বাহী প্রকৌশলী সংশ্লিষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলীকে অবহিতকরণ।

*উপবিভাগীয় প্রকৌশলী সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলীকে অবহিতকরণ।

*সংশ্লিষ্ট উপ-সহকারি প্রকৌশলী সরোজমিনে সাইডে গিয়ে সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করিয়া সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ।