Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

গণপূর্ত অধিদপ্তর নিম্নেবর্ণিত সেবা প্রদান করে থাকেঃ

 

(ক)   সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ ভবন নির্মাণ কাজ।

(খ)   অধিকাংশ সরকারী  অফিস ও প্রতিষ্ঠান সমূহের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ।

(গ)   অধিকাংশ সরকারী আবাসিক ভবনসমূহ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ।

(ঘ)   বিভিন্ন স্মৃতিসৌধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজ।

(ঙ)   সরকারী পার্ক ও উদ্যানসমূহ রক্ষণাবেক্ষণ কাজ

(চ) অধিগ্রহণের নিমিত্তে স্থাপনা/অবকাঠামোর মূল্য নির্ধারণ

(ছ) সরকারী কাজে ব্যবহারের নিমিত্তে বেসরকারি ভবনের ভাড়া নির্ধারণ

(জ) ৭ তলা বা তদুর্ধ উচ্চতার ভবনের নকশা অনুমোদন

 

 

দৈনন্দিন মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ়ে সেবা প্রদানের ধাপসমূহ নিন্মরুপঃ-

 

*প্রত্যাশী সংস্থা কতৃক সাইডের যে কোন সমস্যা লিখিতভাবে/মৌখিক টেলিফোনে নির্বাহী প্রকৌশলী মহোদয়কে অবহিতকরণ।

*নির্বাহী প্রকৌশলী সংশ্লিষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলীকে অবহিতকরণ।

*উপবিভাগীয় প্রকৌশলী সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলীকে অবহিতকরণ।

*সংশ্লিষ্ট উপ-সহকারি প্রকৌশলী সরোজমিনে সাইডে গিয়ে সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করিয়া সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ।